Bachelor of Medicine and Bachelor of Surgery-কে BMBS না বলে, MBBS বলা হয় কেন?
Answered
নামের আদ্যক্ষর অনুযায়ী Bachelor of Medicine and Bachelor of Surgery (ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি)-কে BMBS বলা উচিত হলেও, MBBS (এমবিবিএস) বলা হয় কেন?
Best answer
MBBS এই শব্দটি Bachelor of Medicine and Bachelor of Surgery এর ল্যাটিন রূপ Medicinae Baccalaureus Baccalaureus Chirurgiae থেকে এসেছে। তাছাড়া এমবিবিএস-কে, MB ChB, MB BCh, MB BChir (Cantab), BM BCh (Oxon), BMBS ইত্যাদি নামেও ডাকা হয়। তাই MBBS (এমবিবিএস) কে BMBS (বিএমবিএস) বলা যেতে পারে।