বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ভবিষ্যত কি?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে কেন পড়ব? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের কর্মক্ষেত্র কেমন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় সমুদ্র বিষয়ক বিভিন্ন ডিসিপ্লিনে পড়ার জন্য বর্তমানে দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়। এখানে অনেকগুলো নতুন বিষয় রয়েছে, যা নিয়ে আগে কখনো পড়াশোনার সুযোগ ছিল না। অন্যদিকে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে বিপুল পরিমাণ অংশের সমুদ্রসীমা বিজয় করেছে। এই জায়গায় প্রচুর দক্ষ লোক প্রয়োজন হবে, কাজ করার জন্য। আরো জানিয়ে রাখি, বাংলাদেশের ৯০% আন্তর্জাতিক পরিবহন কিন্তু সমুদ্র থেকেই হয়। অবশ্য অন্যান্য দেশের ক্ষেত্রেও এই পরিমাণটা অনেক বেশিই।
তাই বলা যায়, এ সম্পর্কিত বিষয়ে পড়াশোনা ভালো ক্যারিয়ারের সুযোগ দিতে পারে। প্রতিটা সাবজেক্টেরই আলাদা করে ক্যারিয়ার সেক্টর আছে। আমি নিচে সেগুলোর জন্য কিছু রেফারেন্স দিচ্ছি, পড়ে নিতে পারেন।
- মেরিন ফিশারিজ (সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান): https://blog.shikkhaweb.com/marine-fisheries-review/
- ওশানোগ্রাফি (সমুদ্রবিজ্ঞান): https://blog.shikkhaweb.com/oceanography-review/
- পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস (বন্দর ব্যবস্থাপনা ও সরবরাহ): https://blog.shikkhaweb.com/port-management-and-logistics-review/
আশা করছি, লেখাগুলো স্পষ্ট ধারণা দেবে।