RE: ইনসুলিন (Insulin) কি? ইনসুলিন কেন নেয়া হয়?
Answered
ডায়াবেটিস (বহুমূত্র) রোগে আক্রান্ত রোগীদের ইনসুলিন নিতে শোনা যায়। এই ইনসুলিন কি এবং কেন নেয়া হয়?
Best answer
ইনসুলিন হলো এক প্রকারের হরমোন যা অগ্নাশয়ে তৈরি হয়। এটি পরিপাকতন্ত্রে হজম প্রক্রিয়াকে সাহায্য করে। ইনসুলিন শরীরকে শক্তি যোগাতে গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করে। কিন্তু ডায়াবেটিস বা বহুমূত্র রোগে এ ইনসুলিন হরমোন নিঃসরণ কমে যেতে পারে। তখন বাহ্যিকভাবে ইনসুলিন দেয়া হয়, যেন ভারসাম্য বজায় থাকে।