জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার নিয়ম কি?
                                             Answered
                                        
                
                
                
                আমি জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে চাই। জন্ম নিবন্ধন চেক বা অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করতে চাইলে কী করতে হবে?
                
             Best answer        
                    
    
    জন্ম নিবন্ধন অনলাইন যাচাই বা অনলাইন জন্ম নিবন্ধন চেক করতে চাইলে নিচের নিয়মগুলো অনুযায়ী কাজ করুন:
- প্রথমে জন্ম নিবন্ধন অফিসিয়াল ওয়েবসাইট everify.bdris.gov.bd তে ভিজিট করুন।
- তারপর সেখানের প্রথম ঘরে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিন।
- তারপরের ঘরে আপনার জন্ম তারিখ দিন। বক্সে ক্লিক করলেই তারিখ সিলেক্ট করার বক্স আসবে। কিংবা চাইলে টাইপ করেও দিতে পারেন। সেক্ষেত্রে এই ফরম্যাট অনুসরন করুন: YYYY-MM-DD।
- তারপর Captcha (ছবি থেকে শব্দ সনাক্ত করতে হবে) পূরণ করে Search বাটনে ক্লিক করুন।
- সব তথ্য সঠিক হলে আপনার তথ্য দেখাবে।
