RE: তাকওয়া অর্থ কি?
Answered
তাকওয়া অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া মানে কি? তাকওয়া কি? তাকওয়া কেন দরকার?
Best answer
ইসলামে তাকওয়া অর্থ আল্লাহভীতি। ইসলামি পরিভাষায় তাকওয়া অর্থ দ্বীনদারি, ধার্মিকতা, পরহেজগারি, আল্লাহভীতি, খোদাভীতি, আত্মশুদ্ধি , আল্লাহ ও সত্যের প্রতি সচেতন এবং পরিজ্ঞাত হওয়া, “ধর্মপরায়ণতা, আল্লাহর ভয় ইত্যাদি। আরবিতে তাকওয়া অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, নিষ্কৃতি লাভ করা, ভয় করা, নিজেকে রক্ষা করা।