RE: ইন্সুরেন্স কেন হারাম?
Answered
আমার জানামতে ইন্সুরেন্স হারাম। কিন্তু, ইন্সুরেন্স কেন হারাম?
Best answer
ইন্সুরেন্স একটি সুদভিত্তিক কার্যক্রম। ইন্সুরেন্সে যে লভ্যাংশ গ্রাহকদের দেয়া হয় তা সম্পূর্ণই সুদ। যেহেতু ইন্সুরেন্স সম্পূর্ণ সুদভিত্তিক একটি কার্যক্রম তাই ইন্সুরেন্স হারাম বলে সকল ইসলামি আলিম একমত হয়েছেন।