RE: কখন পড়াশোনা করা ভালো?
Answered
দিন বা রাত, কোন সময় পড়াশোনা করা উত্তম? অর্থাৎ, কখন পড়াশোনা করলে বেশি এফিশিয়েন্ট হয়?
Best answer
পড়াশোনার জন্য কোন নির্দিষ্ট সময় নেই। দিন বা রাত, যেটাই নিজের জন্য সুবিধাজনক সেটাই উত্তম সময়। এটা একেকজনের জন্য একেকরকম হয়ে থাকে। কেউ দিনে পড়লে সেটা ভালো মনে থাকে, আবার কেউ রাতে পড়লে।