RE: দ্রুত পড়া মুখস্ত করার উপায় কি?
Answered
আমার পড়া মুখস্ত হতে করতে অনেক সময় লাগে। দ্রুত পড়া মুখস্থ করার উপায় কী?
Best answer
পড়া দ্রুত মুখস্ত করার তেমন কোন জাদুকরী কোন উপায় নেই। তবে, লিখে লিখে পড়লে এবং বারবার পড়লে পড়া দ্রুত মুখস্ত হয়।
এছাড়াও, যেকোনো একটা জিনিস শেখার পর সেটা ৩ দিন পর একবার রিভিশন এবং ৭ দিন পর আরেকবার রিভিশন করলে দীর্ঘদিন সেটা মাথায় থাকে।