RE: বোতলের গায়ে kg লেখার পর b লেখা থাকে কেন?
Answered
বিভিন্ন বোতলের গায়ে ওজন লেখার পর একটি b লেখা থাকে। এটা কেন দেয়া হয়?
Best answer
বোতল বা অন্যান্য পণ্যের গায়ে b লেখাটি দ্বারা বিএসটিআই মানদণ্ডে উত্তীর্ণ হওয়া বোঝায়। বিএসটিআই মানদণ্ডে উত্তীর্ণ হতে নিম্নোক্ত ছয়টি বৈশিষ্ট্য থাকতে হবে। সেগুলো হলো:
১. উপাদানের নাম ও পরিমাণ
২. উৎপাদনের তারিখ
৩. মেয়াদ উত্তীর্ণের তারিখ
৪. নিট পরিমাণ
৫. উৎপাদকের পরিচয়
৬. সর্বাধিক খুচরা মূল্য