গর্ভবতী হওয়ার কতদিন পর মাসিক বন্ধ হয়?
গর্ভবতী হওয়ার আনুমানিক কতদিন পর মাসিক বন্ধ হয়?
গর্ভধারণ হলে সাধারণত গর্ভবতী হওয়ার ১৪ দিন পর অর্থাৎ পরবর্তী মাসিকের নির্ধারিত তারিখেই মাসিক বন্ধ হয়ে যায়।
সহজভাবে বলা যায়:
- ডিম্বস্ফোটনের (ovulation) প্রায় ১৪ দিন পরে মাসিক হওয়ার কথা থাকে।
- এই সময়ে যদি গর্ভধারণ হয়, তবে সেই মাসিক আর হয় না—অর্থাৎ গর্ভধারণের প্রায় দুই সপ্তাহ পরই মাসিক বন্ধ হয়।
- তাই বেশিরভাগ নারী মাসিক মিস হওয়ার মাধ্যমেই প্রথম বুঝতে পারেন যে তাঁরা গর্ভবতী হতে পারেন।
- মাসিক বন্ধ হওয়ার ৭–১৪ দিন পরে প্রেগন্যান্সি টেস্টে সাধারণত পজিটিভ আসে।
- অর্থাৎ, গর্ভধারণের ২ সপ্তাহ পর থেকেই মাসিক বন্ধ হওয়া শুরু হয়।
গর্ভধারণ হলে সাধারণত গর্ভবতী হওয়ার প্রায় ১৪ দিন পর মাসিক বন্ধ হয়ে যায়।
সহজভাবে বলা যায়:
- ডিম্বস্ফোটনের (ovulation) প্রায় দুই সপ্তাহ পরে মাসিক হওয়ার কথা থাকে।
- এই সময়ে যদি গর্ভধারণ ঘটে, তবে সেই নির্ধারিত মাসিকটি আর হয় না।
- অর্থাৎ গর্ভধারণের প্রায় ২ সপ্তাহ পরই মাসিক বন্ধ হয়ে যায়।
- তাই বেশিরভাগ নারী মাসিক মিস হওয়ার মাধ্যমেই প্রথম বুঝতে পারেন যে তাঁরা গর্ভবতী হয়ে থাকতে পারেন।