তাৎক্ষণিক বেগ কাকে বলে?
তাৎক্ষণিক বেগ কী? তাৎক্ষণিক বেগ কি?
তাৎক্ষণিক বেগ বলতে আমরা এই মুহুর্তের বেগকে বোঝাই। মূলত গড় বেগের ক্ষেত্রে সময়ের ব্যবধান বেশ খানিকটা বেশি হওয়ায় সেটি দ্বারা কোনো নির্দিষ্ট মুহূর্তের বেগ অনুমান করা সম্ভব হয় না। তাই, সময়ের ব্যবধানকে একদম শূন্যের পর্যায়ে নিয়ে এসে তাৎক্ষণিক বেগ নির্ণয় করা হয়।