বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে আসন বা সিট সংখ্যা উল্লেখ নেই। এখানের আসন সংখ্যা কত?

Add Comment
1 Answer(s)
Best answer

এখানের ভর্তি পরীক্ষার ফলাফলের আগে আসন সংখ্যা জানা সম্ভব হয় না। তাই বিগত সেশনের (২০২০-২১) ব্যাচেলর (অনার্স) পর্যায়ের আসন সংখ্যা দিচ্ছি:

১. মেরিন ফিশারিজ: ৪০
২. ওশানোগ্রাফি: ৪০
৩. নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং: ৪০
৪. পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস: ৪০
৫. মেরিটাইম ল: ৪০

সর্বমোট: ২০০

আর, মার্স্টার্স পর্যায়ের আসন সংখ্যা প্রতিবছরই পরিবর্তিত হয়।

চৌকস Answered on April 21, 2022.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.