মাসিকের কতদিন পর গর্ভধারণ হয়?
মাসিকের কতদিন পর গর্ভধারণ হতে পারে?
মাসিকের প্রায় ১০–১৬ দিন পর গর্ভধারণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটি সাধারণত ডিম্বস্ফোটন (Ovulation) সময়।
মাসিক চক্র সংক্ষেপে বোঝানো যায়:
- পিরিয়ড বা মাসিক শুরুর দিনকে মাসিক চক্রের প্রথম দিন ধরা হয়।
- বেশির ভাগ নারীর ক্ষেত্রে ১২–১৬ দিনের মধ্যে ডিম্বস্ফোটন ঘটে।
- ডিম্বস্ফোটনের ২৪ ঘণ্টার মধ্যেই ডিম নিষিক্ত হলে গর্ভধারণ হয়।
- ডিম্বস্ফোটনের আগে-পিছে মোট ৫–৬ দিন (fertile window) গর্ভধারণের সম্ভাবনা থাকে।
- তাই মাসিকের প্রায় দ্বিতীয় সপ্তাহে গর্ভধারণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।