পিরিয়ড ১০ দিনের বেশি হলে করনীয় কি?
পিরিয়ড ১০ দিনের বেশি হলে করনীয় কী কী? পিরিয়ড ১০ দিনের বেশি হলে কী করবো?
পিরিয়ড ১০ দিনের বেশি হলে সাধারণত এটি অস্বাভাবিক।
পিরিয়ড ১০ দিনের বেশি হলে করনীয়:
- আয়রন/রক্তস্বল্পতার লক্ষণ দেখুন (দুর্বলতা, মাথা ঘোরা)।
- অতিরিক্ত রক্তপাত হলে তাৎক্ষণিক ডাক্তার/গাইনোকলজিস্টের কাছে যান।
- কারণ জানতে প্রয়োজন হলে আল্ট্রাসাউন্ড ও হরমোন টেস্ট করা হয়।
দীর্ঘ পিরিয়ড হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে জরুরি।