মাসিক কি? রজঃস্রাব কি?
মাসিক কী? রজঃস্রাব কী?
মাসিক ও রজঃস্রাব— দুই শব্দের অর্থ একই।
মাসিক বা রজঃস্রাব কী?
মাসিক বা রজঃস্রাব হলো নারীর প্রজনন চক্রের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেখানে জরায়ুর ভেতরের আস্তরণ (Endometrium) প্রতি মাসে ভেঙে রক্তসহ যোনিপথ দিয়ে বের হয়ে আসে।
সহজভাবে মাসিক ও রজঃস্রাব নিয়ে ৩–৪ বাক্যে বলা যায়:
- একজন সুস্থ নারীর শরীরে প্রতি মাসে গর্ভধারণের প্রস্তুতি হিসেবে জরায়ুর ভেতরে একটি নতুন আস্তরণ তৈরি হয়।
- গর্ভধারণ না হলে এই অতিরিক্ত আস্তরণটির আর প্রয়োজন থাকে না।
- তাই তা রক্তসহ শরীর থেকে বের হয়ে আসে—এটাই মাসিক বা রজঃস্রাব।
- সাধারণত ৮–১৮ বছর বয়সে মাসিক শুরু হয় এবং প্রায় ৪৫–৫০ বছর বয়স পর্যন্ত চলে।
অর্থাৎ, মাসিক = রজঃস্রাব = নারীদের মাসিক প্রজনন চক্রে জরায়ুর আস্তরণ ঝরে পড়া।