RE: বাংলাদেশি নাকি বাংলাদেশী কোনটি সঠিক?
Answered
বাংলাদেশি ও বাংলাদেশী বানান দুটির মধ্যে কোনটি সঠিক? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বানান দেখা যায়।
Best answer
‘বাংলাদেশি’ হবে সঠিক। আগে এটি ‘বাংলাদেশী’ ছিল। পরবর্তীতে বানান সংশোধিত হয়েছে।
সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান (ফেব্রুয়ারি ২০১৬)
উল্লেখ্য, সংবিধানে এখনো ‘বাংলাদেশী’ শব্দটিই বিদ্যমান। সংশোধন করা হয় নি।