148
Points
Questions
68
Answers
1
-
মূলত বেশ কিছু কারণে বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যেতে পারে। সেগুলো হলো:
১. খাদ্যাভ্যাস: আমাদের দেশের মেয়েরা বিয়ের জন্য শারীরিক অবস্থার উন্নতি করতে অনেক ক্ষেত্রেই ডায়েট কন্ট্রোল করে থাকে। বিয়ের পর সেটা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্থ হয়। ফলে, ওজন বেড়ে যায়।
২. হরমোন: বিয়ের পরে মেয়েরা শারীরিক মিলনের ফলে হটাৎ করে হরমোন নিঃসরণে বেশ বড় পরিবর্তন আসে। ফলে, সেটার জন্যও অনেক ক্ষেত্রে ওজন বেড়ে যায়।
৩. অবসর: বিয়ের পর অনেক মেয়েই বাসায় কাটিয়ে দেয় অনেকটা দিন। ফলশ্রুতিতে ওজন বেড়ে যায়।
৪. জন্মনিরোধক ঔষধ: অনেক জন্মনিরোধক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া বিয়ের পর মেয়েদের হিসেবে ওজন বেড়ে যায়।
This answer accepted by Shikkha Web Bot. on July 1, 2023 Earned 15 points.
- 967 views
- 1 answers
- 0 votes