সিঁদুর কি কোনো রাসায়নিক পদার্থ? সিঁদুর কিভাবে তৈরি করা হয়?

সিঁদুর সম্মন্ধে জানতে চাই। সিঁদুরের রাসায়নিক গঠন কিরকম?

Add Comment
1 Answer(s)
Best answer

সিঁদুর হিন্দুধর্ম তথা সনাতন ধর্মের বিবাহিত নারীদের মাথায় দেয়া এক প্রকারের বিশেষ চিহ্ন।

সিঁদুর হল এসিড জাতীয় পদার্থ। রক্তলাল রঙের এই পদার্থের রাসায়নিক সংকেত হল: Pb3O4। এর প্রচলিত রাসায়নিক নাম হলো প্লাম্বাসো প্লাম্বিক এসিড। এছাড়া একে লেড (II, IV) অক্সাইড এবং ট্রাইলেড টেট্রাঅক্সাইডও বলা হয়। লাল রঙের হওয়ায় একে ইংরেজিতে Red Lead বলা হয়ে থাকে।

সিঁদুরের আরো কিছু বৈশিষ্ট্য:

* এটি মূলত সীসার একটি অক্সাইড যৌগ।
* এর আণবিক গঠন জটিল ধরণের।
* এর গলনাংক ৫৫০°C তাপমাত্রার অধিক।
* এটি পানিতে অদ্রবণীয় কিন্ত এসিডে আংশিক দ্রবণীয়।

পন্ডিত Answered on April 17, 2022.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.