ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথাই শোনা যায়। কিন্তু, ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? ফ্রিল্যান্সিং কোথায় শিখবো? ফ্রিল্যান্সিং কেন শিখবো?

চৌকস Asked on August 24, 2023 in বিবিধ.
Add Comment
1 Answer(s)
Best answer

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং হলো মুক্তজীবীতা। যেকোনো কাজই ফ্রিল্যান্সিং হতে পারে যদি সেটা ধরাবাঁধা কোন চাকরি না হয়। তবে, সচরাচর ফ্রিল্যান্সিং বলতে ইন্টারনেটে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করাকে বোঝায়।

এসব মার্কেটপ্লেসে বিভিন্ন কাজ চুক্তিভিত্তিক করে থাকে ফ্রিল্যান্সার যারা। ফলে, তাদের ধরাবাঁধা নিয়মের মধ্যে থাকতে হয় না। যখন ইচ্ছে কাজ করতে পারে, আবার চাইলে না-ও করতে পারে।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? ফ্রিল্যান্সিং কোথায় শিখবো?

ফ্রিল্যান্সিং শেখা যায় না। এটি কোন কাজ বা টাস্ক না। তবে, ফ্রিল্যান্সার হতে চাইলে বিভিন্ন প্রযুক্তি বিষয়ক কাজ শিখতে পারেন। যেমন: গ্রাফিক্স ডিজাইন (গ্রাফিক ডিজাইন), সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা এন্ট্রি, এসইও, সার্ভার ম্যানেজমেন্ট ইত্যাদি।

ফ্রিল্যান্সিং কেন শিখবো?

যদি আপনার ধরাবাঁধা নিয়মের মধ্যে থেকে চাকরি বা কাজ করতে ভালো না লাগে কিংবা আপনি যদি শিক্ষার্থী হন এবং এজন্য ফুলটাইম চাকরি করা আপনার সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং তথা মার্কেটপ্লেসে কাজ করে টাকা আয় করতে পারেন।

পন্ডিত Answered on August 24, 2023.
Add Comment

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.