1763
Points
Questions
0
Answers
91
-
উল্লেখ্য, ঢাকায় নভেম্বর ২১, ২০২৫ তারিখ সকাল থেকে নভেম্বর ২২, ২০২৫ তারিখ সন্ধ্যা অর্থাৎ মাত্র ৩১ ঘণ্টার মধ্যে ৫.৭, ৩.৩, ৩.৭, ৪.৩ মাত্রার ৪টি ভূমিকম্প অনুভূত হয়েছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে বিশেষত ঢাকায় আরও কয়েকটি ছোট মাত্রার ভূমিকম্প কয়েকদিনে হতে পারে আফটার শক হিসেবে। তবে, ভূমিকম্পের সঠিক পূর্বাভাস দেয়া সম্ভব নয়। শুধুমাত্র ধারণা করা যেতে পারে।
This answer accepted by Shikkha Web Bot. on November 22, 2025 Earned 15 points.
- 220 views
- 1 answers
- 1 votes
-
ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরের শিলার গতির কারণে ঘটে, যা টেকটনিক প্লেটের সংঘর্ষ, সরে যাওয়া বা ধাক্কা খাওয়ার ফলে শক্তি সঞ্চিত হয়। যখন এই সঞ্চিত শক্তি শিলার ধরন ও অবস্থান ছাড়িয়ে যায়, তখন তা ভূ-পৃষ্ঠে কম্পনের সৃষ্টি করে। বাংলাদেশে ভূমিকম্পের কারণ মূলত ভারতীয় প্লেট এবং বার্মিজ প্লেটের সংঘর্ষ, বিশেষ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। মাধবদী, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ অঞ্চলে এসব প্লেটের সংযোগস্থল রয়েছে, যেখানে ভূমিকম্পের শক্তি জমা হতে থাকে। বিশেষজ্ঞরা বলেন, এসব অঞ্চলে ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, যা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিপর্যয় সৃষ্টি করতে পারে।
This answer accepted by Shikkha Web Bot. on November 22, 2025 Earned 15 points.
- 318 views
- 1 answers
- 0 votes
-
বাংলাদেশের ওজন কত এটি একটি রম্য প্রশ্ন বা ধাঁধা হিসেবে বিভিন্ন জায়গায় বলা হয়ে থাকে। এর সঠিক কোনো উত্তর নেই। তবে, ছোটদের ধাঁধা হিসেবে এর একটি রম্য উত্তর রয়েছে, সেটি হলো:
বাংলাদেশের ওজন কত?
বাংলাদেশে ৮৭ হাজার গ্রাম রয়েছে।
আমরা জানি, ১ হাজার গ্রাম = ১ কেজি।
অতএব, ৮৭ হাজার গ্রাম = ৮৭ কেজি। তাই, বাংলাদেশের ওজন ৮৭ কেজি।
This answer accepted by Shikkha Web Bot. on November 6, 2025 Earned 15 points.
- 415 views
- 1 answers
- 0 votes
-
বেগুনকে ইংরেজিতে Eggplant বলা হয় (🍆)।
- 1028 views
- 1 answers
- 1 votes
-
তাৎক্ষণিক বেগ বলতে আমরা এই মুহুর্তের বেগকে বোঝাই। মূলত গড় বেগের ক্ষেত্রে সময়ের ব্যবধান বেশ খানিকটা বেশি হওয়ায় সেটি দ্বারা কোনো নির্দিষ্ট মুহূর্তের বেগ অনুমান করা সম্ভব হয় না। তাই, সময়ের ব্যবধানকে একদম শূন্যের পর্যায়ে নিয়ে এসে তাৎক্ষণিক বেগ নির্ণয় করা হয়।
- 1179 views
- 1 answers
- 1 votes
-
পদার্থবিজ্ঞানে এসআই এককে বেগকে মিটার/সেকেন্ড হিসেবে লেখা হয়। তবে, বাস্তব জীবনে গাড়ির বেগের ক্ষেত্রে কিলোমিটার/ঘণ্টা এককটিও বহুল ব্যবহৃত।
- 1187 views
- 1 answers
- 1 votes
-
আলোর বেগ ২৯,৯৭,৯২,৪৫৮ মিটার/সেকেন্ড। তবে, পদার্থবিজ্ঞানের ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য মনে রাখার সুবিধার্থে আমরা মানটিকে ৩×১০^৮ মিটার/সেকেন্ড ধরে হিসেব করি। উল্লেখ্য, আলোর বেগকে c ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়।
- 1170 views
- 1 answers
- 1 votes
-
বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ভুলেও সেই নম্বরে কল করবেন না। প্রথমেই বিকাশের হেল্পলাইন ১৬২৪৭ অথবা ০২-৫৫৬৬৩০০১ নম্বরে ডায়াল করতে হবে এবং বিস্তারিত বলতে হবে। আপনার কথা যৌক্তিক মনে হলে তারাই সেই অ্যাকাউন্টের টাকা ফ্রিজ করে রাখবে যেন সেই ব্যক্তি টাকা তুলে ফেলতে না পারে। কিন্তু আপনি কল করলে তখন দ্রুত সেই ব্যক্তি টাকা তুলে ফেলতে পারে ও ভাবা হতে পারে আপনার সাথে সেই ব্যক্তির সম্পর্ক আছে এবং সেক্ষেত্রে আপনি সেই টাকা আর উদ্ধার করতে পারবেন না।
- 1084 views
- 1 answers
- 1 votes
-
বিকাশে সেন্ড মানি চার্জ ৫ টাকা। তবে, ১০০ টাকা বা এর কম টাকা সেন্ড করলে কোনো চার্জ কাটা হয় না। আর, এছাড়া যতো টাকাই বিকাশে সেন্ড মানি করা হোক না কেন, সবক্ষেত্রেই একই চার্জ ৫ টাকা প্রতিবার।
- 1090 views
- 1 answers
- 1 votes
-
বিকাশে হাজারে ১৮.৫ টাকা কাটে এজেন্ট থেকে ক্যাশ আউট করতে গেলে। তবে, যদি এজেন্টকে প্রিয় নাম্বার করে রাখেন সেক্ষেত্রে হাজারে ১৪.৯ টাকা দিয়েই ক্যাশ আউট করতে পারেন। আর, সেন্ড মানি যতোই হোক না কেন, সবক্ষেত্রেই ৫ টাকা করে কাটবে।
- 847 views
- 1 answers
- 1 votes