1763
Points
Questions
0
Answers
91
-
প্রতিবছর ১লা জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়।
এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘গবেষণা ও উদ্ভাবন: ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা’।
This answer accepted by Shikkha Web Bot. on July 1, 2023 Earned 15 points.
- 2057 views
- 1 answers
- 0 votes
-
হ্যাঁ, অবশ্যই চাঁদে মানুষ গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে জুলাই ২০, ১৯৬৯ তারিখে প্রথমবারের মতো নীল আর্মস্ট্রংয়ের চাঁদের ভূমিতে পা রাখার মাধ্যমে এ ইতিহাস রচিত হয়।
এ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে যা একদমই সত্য নয়।
This answer accepted by Shikkha Web Bot. on July 1, 2023 Earned 15 points.
- 1929 views
- 1 answers
- 0 votes
-
উদ্ভিদকোষ ও প্রাণিকোষের মধ্যে পার্থক্যগুলো হলো:
১. প্রাণিকোষগুলো সাধারণত উদ্ভিদকোষের চেয়ে ছোট হয়। প্রাণিকোষগুলোর দৈর্ঘ্য ১০ থেকে ৩০ মাইক্রোমিটার পর্যন্ত হয়, যখন উদ্ভিদের কোষগুলি ১০ এবং ১০০ মাইক্রোমিটার দৈর্ঘ্যের হয়।
২. প্রাণিকোষ বিভিন্ন আকারে আসে এবং বৃত্তাকার বা অনিয়মিত আকার ধারণ করে। গাছের কোষগুলি আকারে আরও সমান এবং সাধারণত আয়তক্ষেত্রাকার বা ঘনক্ষেত্র আকারযুক্ত।
৩. প্রাণিকোষগুলো জটিল কার্বোহাইড্রেট গ্লাইকোজেন আকারে শক্তি সঞ্চয় করে। অন্যদিকে উদ্ভিদ কোষগুলি স্টার্চ হিসাবে শক্তি সঞ্চয় করে।
৪. প্রোটিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় ২০ টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে কেবলমাত্র ১০ টি প্রাণিকোষে প্রাকৃতিকভাবে উৎপাদিত হতে পারে। অন্যান্য তথাকথিত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডগুলি অবশ্যই ডায়েটের মাধ্যমে গ্রহণ করা উচিত। গাছপালা সমস্ত ২০ এমিনো অ্যাসিড সংশ্লেষ করতে সক্ষম।
৫. প্রাণীর কোষগুলিতে, কেবল স্টেম সেলগুলি অন্য কোষের ধরণের রূপান্তর করতে সক্ষম। অন্যদিকে বেশিরভাগ উদ্ভিদ কোষের প্রকারভেদগুলো পার্থক্য করতে সক্ষম।
৬. কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস প্রাণিকোষে ঘটে যখন একটি ক্লিভেজ ফেরো গঠন করে যা কোষের ঝিল্লিকে অর্ধেক করে দেয়। অন্যদিকে উদ্ভিদ কোষ সাইটোকাইনেসিসে একটি সেল প্লেট নির্মিত হয় যা কোষকে বিভক্ত করে।
৭. প্রাণিকোষগুলোতে লাইসোসোম থাকে যা এনজাইমগুলি ধারণ করে যা সেলুলার ম্যাক্রোমোকলিকুলস হজম করে। অন্যদিকে উদ্ভিদের কোষগুলিতে খুব কমই লাইসোসোম থাকে কারণ উদ্ভিদের শূন্যস্থান অণুর ক্ষয় পরিচালনা করে।
উদ্ভিদ কোষের বিশেষত্ব কী?
উদ্ভিদ কোষের বিশেষত্ব হলো কোষপ্রাচীর।
This answer accepted by Shikkha Web Bot. on July 1, 2023 Earned 15 points.
- 2514 views
- 1 answers
- 0 votes
-
কলা কেন বাঁকা হয়?
ভেবে দেখেছেন কি, কলা কেন সোজা হয় না? কলা বাঁকা হওয়ার কারণ,
বৃক্ষের ও ফলের বৃদ্ধি ফটোট্রপিজম, গ্র্যাভিটিজম ও অক্সিন হরমোনের উপর নির্ভর করে। সেজন্য অন্যান্য বৃক্ষ বা ফলের মতো কলার পাতা ও ফল অভিকর্ষের জন্য নিচের দিকে ঝুলে থাকতো।
কিন্তু কলাগাছ ট্রপিক্যাল রেইনফরেস্ট বৃক্ষ হওয়ায়, এটাকে অনেক গাছের মাঝখানে ও নীচে থাকতে হয়। সেজন্য সূর্যের আলো তার জন্য ছিলো দুর্লভ। তাই সূর্যালোক পাওয়ার জন্য কলার কুড়ি থেকে ফল পর্যন্ত জিওট্রপিজম বা অভিকর্ষের বিপরীত দিকে বৃদ্ধি পায়। একে বলা হয় নেগেটিভ জিওট্রপিজম। আবার, কলার বৃদ্ধির এক পর্যায়ে অভিকর্ষের টানে সামান্য মাটির দিকে বাঁকা হয়ে যায়। এজন্যই এ আকৃতি পায় কলা।
This answer accepted by Shikkha Web Bot. on July 1, 2023 Earned 15 points.
- 1862 views
- 1 answers
- 0 votes
-
বোতল বা অন্যান্য পণ্যের গায়ে b লেখাটি দ্বারা বিএসটিআই মানদণ্ডে উত্তীর্ণ হওয়া বোঝায়। বিএসটিআই মানদণ্ডে উত্তীর্ণ হতে নিম্নোক্ত ছয়টি বৈশিষ্ট্য থাকতে হবে। সেগুলো হলো:
১. উপাদানের নাম ও পরিমাণ
২. উৎপাদনের তারিখ
৩. মেয়াদ উত্তীর্ণের তারিখ
৪. নিট পরিমাণ
৫. উৎপাদকের পরিচয়
৬. সর্বাধিক খুচরা মূল্যThis answer accepted by Shikkha Web Bot. on July 1, 2023 Earned 15 points.
- 4456 views
- 1 answers
- 0 votes
-
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ভর্তি পরীক্ষার ফলাফলের আগে আসন সংখ্যা জানা সম্ভব হয় না। তাই বিগত সেশনের (২০২৩-২৪) ব্যাচেলর (অনার্স) পর্যায়ের আসন সংখ্যা দিচ্ছি।
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা:
- মেরিন ফিশারিজ: ৪০
- ওশানোগ্রাফি: ৪০
- নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং: ৪০
- পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস: ৪০
- মেরিটাইম ল: ৪০
বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা (সর্বমোট): ২০০
অন্যদিকে, মার্স্টার্স পর্যায়ের আসন সংখ্যাও প্রতিবছরই পরিবর্তিত হয়।
This answer accepted by Shikkha Web Bot. on April 21, 2022 Earned 15 points.
- 5098 views
- 1 answers
- 0 votes
-
এরকম কোন নিয়ম নেই। ভর্তি পরিক্ষার ফলাফলের উপরই ভর্তি নেয়া হয়।
This answer accepted by Shikkha Web Bot. on April 21, 2022 Earned 15 points.
- 3017 views
- 1 answers
- 0 votes
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় সমুদ্র বিষয়ক বিভিন্ন ডিসিপ্লিনে পড়ার জন্য বর্তমানে দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়। এখানে অনেকগুলো নতুন বিষয় রয়েছে, যা নিয়ে আগে কখনো পড়াশোনার সুযোগ ছিল না। অন্যদিকে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে বিপুল পরিমাণ অংশের সমুদ্রসীমা বিজয় করেছে। এই জায়গায় প্রচুর দক্ষ লোক প্রয়োজন হবে, কাজ করার জন্য। আরো জানিয়ে রাখি, বাংলাদেশের ৯০% আন্তর্জাতিক পরিবহন কিন্তু সমুদ্র থেকেই হয়। অবশ্য অন্যান্য দেশের ক্ষেত্রেও এই পরিমাণটা অনেক বেশিই।
তাই বলা যায়, এ সম্পর্কিত বিষয়ে পড়াশোনা ভালো ক্যারিয়ারের সুযোগ দিতে পারে। প্রতিটা সাবজেক্টেরই আলাদা করে ক্যারিয়ার সেক্টর আছে। আমি নিচে সেগুলোর জন্য কিছু রেফারেন্স দিচ্ছি, পড়ে নিতে পারেন।
- মেরিন ফিশারিজ (সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান): https://blog.shikkhaweb.com/marine-fisheries-review/
- ওশানোগ্রাফি (সমুদ্রবিজ্ঞান): https://blog.shikkhaweb.com/oceanography-review/
- পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস (বন্দর ব্যবস্থাপনা ও সরবরাহ): https://blog.shikkhaweb.com/port-management-and-logistics-review/
আশা করছি, লেখাগুলো স্পষ্ট ধারণা দেবে।
This answer accepted by Shikkha Web Bot. on April 21, 2022 Earned 15 points.
- 3589 views
- 1 answers
- 0 votes
-
বাংলাদেশ মেরিন একাডেমি মূলত ক্যাডেটদের পড়াশোনার জায়গা। ওখানকার কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মত না। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় হল একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটার সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মত হয়। এখানে ৪ বছরের অনার্স ডিগ্রি দেয়া হয়।
উল্লেখ্য, বাংলাদেশ মেরিন একাডেমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্ত প্রতিষ্ঠান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় সম্মন্ধে আরো জানতে পারবেন, নিচের লেখাটি থেকে:This answer accepted by Shikkha Web Bot. on April 21, 2022 Earned 15 points.
- 3891 views
- 1 answers
- 0 votes
-
ইনসুলিন হলো এক প্রকারের হরমোন যা অগ্নাশয়ে তৈরি হয়। এটি পরিপাকতন্ত্রে হজম প্রক্রিয়াকে সাহায্য করে। ইনসুলিন শরীরকে শক্তি যোগাতে গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করে। কিন্তু ডায়াবেটিস বা বহুমূত্র রোগে এ ইনসুলিন হরমোন নিঃসরণ কমে যেতে পারে। তখন বাহ্যিকভাবে ইনসুলিন দেয়া হয়, যেন ভারসাম্য বজায় থাকে।
This answer accepted by Shikkha Web Bot. on April 17, 2022 Earned 15 points.
- 2861 views
- 1 answers
- 0 votes